তুরস্কের পতাকা
সিরিয়া ও ইরাকে ‘সন্ত্রাসীদের’ আশ্রয় নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। সোমবার (১২ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।
গত নভেম্বরে সিরিয়া ও ইরাকে সন্ত্রাসবিরোধী সামরিক অভিযান শুরু করে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকে, কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট-ওয়াইপিজি এবং ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি- পিওয়াইডিকে লক্ষ্য করে একাধিক হামলা চালায় তুর্কিবাহিনী। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত দেশ দুটিতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে এবং এর শাখা ওয়াইপিজি বা পিওয়াইডিকে কোনোভাবেই সিরিয়া ও ইরাকে আশ্রয় নিতে দেবে না আঙ্কারা। একইসঙ্গে দুটি দেশকে সন্ত্রাস মুক্ত করতে করণীয় সবকিছু করার কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় সিরিয়া ও ইরাক থেকে সন্ত্রাসীদের হঠাতে তুরস্ককে সহযোগিতায় বিশ্বের অন্য দেশগুলোকে আহ্বান জানান মেভলুত কাভুসোগলু।
এর আগে সিরিয়া ও ইরাকে অভিযান পরিচালনায় কারো কাছ থেকে অনুমতি নেয়া হবে না বলে জানায় এরদোয়ান প্রশাসন। সিরিয়ার বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি আঙ্কারার পাশাপাশি ইরাক, জর্ডানসহ অন্য দেশ এমনকি, ইউরোপের জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়।
গত নভেম্বরে ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় পিকেকে গোষ্ঠীকে দায়ী করে আঙ্কারা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। ওই বিস্ফোরণের পরই নতুন করে সিরিয়ার সীমান্ত এলাকায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করে আঙ্কারা।