ভারতের বিপক্ষে দারুণ সূচনা বাংলাদেশের। জ্বলে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। শুভমান গিলের পর বিদায় করে দিলেন বিরাট কোহলিকেও। মাঝখানে খালিদ আহমেদের বলে উইকেট ছত্রখান লোকেশ রাহুলের। চট্টগ্রামে প্রথম সেশনে চালকের আসনে বাংলাদেশ।
সাগরিকার ব্যাটিংস্বর্গে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখাচ্ছেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিবল মোকাবেলা করতে খাবি খাচ্ছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ১৪তম ওভারে শুভমান গিলকে ফেরানো তাইজুল দ্বিতীয় উইকেট পেলেন ২০তম ওভার করতে এসে। তাও যেই সেই উইকেট নয়, ভারতের ব্যাটিং মেরুদণ্ড বিরাট কোহলির উইকেট শিকার করলেন তার ঘূর্ণিতে বিভ্রান্ত করে। লেগ বিফোরের ফাঁদে পড়ে মাত্র ১ রানে বিদায় নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
তাইজুলের আগে পেসার এবাদত হোসেন পতন ঘটান ভারতের দ্বিতীয় উইকেটের। তার অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে ইনসাআইড এজড হয়ে বোল্ড হয়ে গেছেন ২২ রান করা ভারত অধিনায়ক লোকেশ রাহুল।
এর আগে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (১৪ ডিসেম্বর) ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম সেশনে দারুণ ব্যাট করতে থাকা লোকেশ রাহুল-শুভমান গিলের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ১৪তম ওভারের দ্বিতীয় বলে তাইজুলকে সুইপ শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শুভমান গিল। সহজ ক্যাচ লুফে নিয়ে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন ইয়াসির আলী রাব্বি। ৪০ বলে ২০ রান করেন গিল।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেন ভারতীয় ওপেনাররা। সকালের উইকেট থেকে বাংলাদেশি পেসাররা নিতে পারেননি কোন সুবিধা। দুই পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেনকে সাবধানী ব্যাটিংয়ে ভালোই সামলাচ্ছিলেন রাহুল ও গিল। তাই দ্রুতই স্পিন আক্রমণ নিয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। ফলও পান।
১৪তম ওভারে তাইজুল ইসলামের বলে সুইপ শট খেলতে যান শুভমান গিল। কিন্তু বল তার ব্যাটের উপরের কিনারায় লেগে ক্যাচ উঠে যায়। সহজ ক্যাচ লুফে নেন ইয়াসির রাব্বি। ভারতের রান তখন ৪১।