ছবি: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মমতা ব্যানার্জির সঙ্গে শাহরুখ খান ও রানি মুখার্জি
কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ উৎসবে দেরিতে উপস্থিত হলেও শাহরুখ বাংলায় কথা বলে সবার মন জয় করে নেন।
মঞ্চে উপস্থিত হয়ে প্রথমে ইংরেজি ও হিন্দিতে কথা বললেও পরে বাংলা ভাষায় কথা বলতে শুরু করেন শাহরুখ খান। তার আগে মমতা ব্যানার্জির কথা বলেন এ অভিনেতা।
এসময় মমতা ব্যানার্জিকে দেয়া প্রমিসের কথা উল্লেখ করে শাহরুখ হিন্দিতে বলেন, তাকে দেয়া কথার কারণে এখন আমি বাংলায় কিছু বলব। বাংলায় কথা বলার জন্য আমি আজকে রানিকে বেশ করে ধরেছি। ওকে অনেক কষ্টে রাজি করে বাংলায় কিছু কথা আমি লিখেছি।
যদি আমি বাংলায় ভালো বলি তবে সবাই আমাকে তারিফ করবেন। আর যদি খারাপ করি তবে সব দোষ রানির বলেও মজা করেন বলিউডের কিং খান শাহরুখ খান।
শাহরুখের বাংলায় কথাগুলো ছিল অনেকটা এমন…প্রথমে কলকাতায় এসে খুব ভালো লাগছে। দিদি, দাদা, কলকাতার জামাই বাবু দ্যা গ্রেট শ্রী অমিতাভ বচন আর জয়া আন্টিকে মঞ্চে দেখে আমার খুব ভালো লাগছে।
তিনি আরও বলেন, অনেকদিন দেখা হয়নি কো। আর আমার প্রিয় সুন্দর রানিকে দেখে আমি খুব খুশি। বলিউড বাদশাহর মুখে বাংলায় কথা শুনতে পেয়ে টালিপাড়ার সব তারকাই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়ে।
শুধু উৎসবেই নয়, কলকাতা বিমানবন্দরেও এ বলিউড সুপারস্টারকে দেখতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। অনুরাগীদের ভিড়ের মধ্যেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে শাহরুখ খানকে নিয়ে বেড়িয়ে যায় নিরাপত্তারক্ষীরা। তবে বিমানবন্দর থেকে বেরিয়ে ভক্তদের উদ্দেশে কয়েকবার হাত নাড়তেও দেখা যায় বলিউড বাদশাকে।
সূত্র: এই সময়, হিন্দুস্তান টাইমস