ভারতের সাবেক ক্রিকেটার ও লোকসভার সদস্য গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত
ভারতে ১৭ বছর বয়সী এক কিশোরীর ওপর প্রকাশ্যে অ্যাসিড ছুড়ে মেরেছিল তিন তরুণ। সেই ঘটনার পর ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন অনেকে। এবার প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে আলোচনায় এসেছেন সাবেক ক্রিকেটার ও বিজেপির এমপি গৌতম গম্ভীর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, গৌতম গম্ভীর বুধবার (১৪ ডিসেম্বর) তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা এক টুইটে দাবি জানান, ১৭ বছরের ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে যারা তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেছিল প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির টিকিটে পূর্ব দিল্লি থেকে নির্বাচিত ভারতীয় লোকসভার এই সদস্য তার টুইটে লেখেন, ‘কেবল কথা বলার মাধ্যমে আমরা কোনো ন্যায়বিচার করতে পারব না। এসব প্রাণীর মধ্যে অপরিমেয় যন্ত্রণার ভয় জাগিয়ে তুলতে হবে আমাদের। যে ছেলেটি স্কুলগামী মেয়েটির ওপর অ্যাসিড ছুড়েছে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া দরকার।
ওই কিশোরীর ওপর অ্যাসিড নিক্ষেপকারী হিসেবে তিন জনকে শনাক্ত করেছে। ওই তিনজন হলো: সচিন অরোরা (২০), হার্ষিত আগারওয়াল (১৯) এবং ভীরেন্দর সিং (২২)। অ্যাসিড নিক্ষেপের ঘটনার দুই ঘণ্টা পর পুলিশ মুখোশ পরিহিত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সচিন এবং হার্ষিত একটি মোটরসাইকেলে করে এসে ওই কিশোরীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে। একই সময়ে ভীরেন্দর সচিনের স্কুটার এবং মোবাইল ফোন নিয়ে অন্য আরেকটি জায়গায় অবস্থান করছিল। যাতে পুলিশকে ভুল পথে পরিচালিত করা যায়।
ঘটনার পরপরই দিল্লির সফদরজং হাসপাতালে বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয় ওই কিশোরীকে। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিডে ওই কিশোরীর শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। তারা আরও জানিয়েছেন, সম্ভবত ওই কিশোরীর ওপর নাইট্রিক অ্যাসিড মারা হয়েছিল। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।