মাদক ব্যবসায়ী শিমুল ইসলাম ও রেজো।
দিনাজপুরর চিরিরবন্দরে মাদক সেবন ও কেনাবেচার সময় ২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে ফকিরপাড়ার শিমুল ইসলাম ও কোর্টপাড়ার রেজোকে আটক করা হয়।
চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, রাতে উপজেলা চত্বরের পাশে কোর্ট পাড়ার জনৈক আলতাফ হোসেনের পরিত্যক্ত ঘর থেকে ৩০৮ পিস টাপেন্ডাউল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৭০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে ফকিরপাড়ার শিমুল ইসলাম ও কোর্টপাড়ার রেজোকে আটক করে। মাদকসেবন ও মাদক কেনাবেচার সময় তাদের কাছ থেকে এ মালামাল পাওয়া যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আটকদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৯(ক) ধারায় মামলার পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।