নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামের একটি দিঘীরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে স্থানীয় এক নারী পাতা কুড়াচ্ছিলেন। এ সময় ওই নারী দিঘীরপাড় থেকে অজ্ঞাত দুই ব্যক্তিকে দৌড়ে রাস্তায় গিয়ে একটি অটোরিকশায় উঠে দ্রুত চলে যেতে দেখেন। এর কিছুক্ষণ পরই জানতে পারেন একটি পরিত্যক্ত হাঁসের খামারের পাশে বাঁশঝাড়ের নিচে গলা ও পেট কাটা অবস্থায় অজ্ঞাত একটি মরদেহ পড়ে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর।
স্থানীয়দের ধারণা, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার জন্য এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত ও হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।