কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এ তথ্য জানান।
এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক সাইফুল পালংখালী ইউপির ফাঁড়ির বিল এলাকার সামসুল আলমের ছেলে।
উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, বুধবার গভীর রাতে আটক সাইফুলের বসতবাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।