সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
প্রধান সংবাদ :
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা: কেদারপুরে বিএনপির কর্মশালা ও লিফলেট বিতরণ বরিশালে গণঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান বেগম সেলিমা রহমান। জাতীয় সংসদ নির্বাচনে (পি আর) পদ্ধতি এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠিত এয়ারপোর্ট থানা মাধবপাশা ইউনিয়ন জনাব তারেক রহমান এর ঘোষিত ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গী কারে । বাবুগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে কচি তালুকদারের নেতৃত্বে সেলিমা রহমান-এর পক্ষে দিনভর ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপি। বাবুগঞ্জে শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত তথ্যকেন্দ্র বরিশাল সদর কর্তৃক আয়োজিত বিশেষ উঠান বৈঠকঃ

কোটি টাকার সম্পত্তি থাকার পরও বাবার মৃত্যুতে নিঃস্ব কৃষ্ণা

শামসুল আলম, একুশে বিডি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ জন নিউজটি পড়েছেন

কোটি টাকার সম্পত্তি থাকার পরও বাবার মৃত্যুতে নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে ছয় বছরের কৃষ্ণা রায় ও তার মা মুক্তা রায়। বন্ধ হয়ে গেছে কৃষ্ণার লেখাপড়াও। কৃষ্ণার চাচা, দাদি ও ফুপুরা সম্পত্তি বেদখল করায় তাদের এই করুণ পরিণতি হয়েছে বলে অভিযোগ মুক্তা রায়ের।

কোটি টাকার সম্পত্তি থাকার পরও বাবার মৃত্যুতে নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে ছয় বছরের কৃষ্ণা রায় ও তার মা মুক্তা রায়। বন্ধ হয়ে গেছে কৃষ্ণার লেখাপড়াও। কৃষ্ণার চাচা, দাদি ও ফুপুরা সম্পত্তি বেদখল করায় তাদের এই করুণ পরিণতি হয়েছে বলে অভিযোগ মুক্তা রায়ের।

তিনি আরও বলেন, তার মেয়ে কৃষ্ণা প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। বাবার মৃত্যুর পর আর্থিক অনটনের কারণে তার পড়াশোনাটাও বন্ধ হয়ে গেছে। তার ভরণপোষণের টাকা চাইলেও সেটাও দিচ্ছে না তার চাচা। ফলে শিশুসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

মুক্তা আরও অভিযোগ করেন, সম্পক্তির ন্যায্য অংশ পেতে মুক্তা রায় থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। স্থানীয়ভাবে এবং হিন্দু পরিষদের নেতাদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করলেও তার দেবর, শাশুড়ি ও ননদরা কারো কথা মানছেন না। উপরন্তু সন্ত্রাসী দিয়ে প্রতিনিয়ত কন্যাসহ তাকে হত্যার হুমকি দিচ্ছে।

তিনি তার নাবালক কন্যা কৃষ্ণের ভবিষ্যৎ রক্ষায় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনসহ সকলের সহায়তা কামনা করেন।

এ বিষয়ে যশোর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন বলেন, মুক্তা রায় তার ওপরে নির্যাতনের বিষয়টি আমাদের জানিয়েছিলেন। আমরা খোঁজ নিয়ে দেখেছি তার ওপরে অনেক অত্যাচার করা হচ্ছে। বাড়ি থেকে শিশুসন্তানসহ বের করে দেয়া হয়েছে। আমরা দুপক্ষকেই মীমাংসার জন্য ডেকেছিলাম। মুক্তার দেবর পিন্টু রায় মীমাংসা বৈঠকে আসেননি।

তিনি আরও বলেন, মুক্তা ও তার শিশু সন্তান অস্বাভাবিক কিছু দাবি করেনি। ওরা বেঁচে থাকার মতো কিছু সম্পদ চায়। আমরা বিষয়টা নিয়ে আরও গভীরভাবে কাজ করব।

অবশ্য অভিযোগ অস্বীকার করে পিন্টু রায় মোবাইল ফোনে সময় সংবাদকে বলেন, ‘বৌদি মিথ্যা কথা বলছে। আপনারা গ্রামে এসে খোঁজখবর নেন। দাদা বেঁচে থাকতে উনি সম্পদ লিখে দিতে বলতেন। অসুস্থ দাদার চিকিৎসায় অনেক খরচ হয়েছে। আমরা দেনায় জর্জরিত। বৌদিকে বলেছি, আমরা মিলেমিশে একসঙ্গে থাকি। কিন্তু তার মা ও ভাই এসে এই বাড়িতে থাকেন। তাদের ভরণপোষণ করা আমার পক্ষে সম্ভব না। আর আমি কোনো হুমকি-ধামকিও দেয়নি। এ বিষয় নিয়ে থানায়ও বসেছি আমরা।’

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ সম্পর্কে আমি কিছু জানি না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Monday, 27th October, 2025
    SalatTime
    Fajr4:45 AM
    Sunrise6:01 AM
    Zuhr11:42 AM
    Asr2:58 PM
    Magrib5:23 PM
    Isha6:39 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102