ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থনা ফারদিন দীঘির একটি পোস্ট শেয়ার করে মিডিয়ায় সিন্ডিকেট ও তাকে বার বার কাস্ট করেও সিনেমা থেকে বাদ দেয়ার বিষয়ে ক্ষোভ ঝাড়েন, যদিও সেই পোস্টে দীঘি কারও নাম উল্লেখ করেনি। তবে দীঘির সেই অভিযোগের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নির্মাতা রায়হান রাফি।
দীঘির এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফি বলেছেন, ‘দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।’
রায়হান রাফি আরও বলেন, ‘একটি চরিত্রের জন্য একাধিকজনের সঙ্গে কথা হতে পারে, চূড়ান্ত একজন হবে এবং তার সঙ্গে লিখিত চুক্তি হবে। দীঘির সঙ্গে তো আমার কোনো লিখিত চুক্তি হয়নি। সে কাজ করতে চেয়েছে, অফিসে নিজের ইচ্ছাতেই এসেছে। দীঘি বলেছে আমি তাকে বাদ দিয়েছি, তাকে আমার চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি। ’
দীঘি আলোচনায় আসার জন্যই এমনটা করেছেন বলে মনে করেন রায়হান রাফি। তিনি জানান, ‘‘আমি তো কোনো স্ক্যান্ডাল দিয়ে আলোচনায় আসিনি। আমি আলোচনায় এসেছি আমার সিনেমা দিয়ে, ‘পোড়ামন-২’ দিয়ে, ‘পরাণ’ দিয়ে, ‘দামাল’ দিয়ে। দীঘি যেটা করছে আলোচনার জন্যই করছে।”
দীঘিকে পরামর্শ দিয়ে রাফি বলেন, ‘তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটা না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।’
এদিকে রাফির এমন মন্তব্যে হতাশ নেটিজনরা। একজন নির্মাতার অভিনেত্রীর প্রতি এমন মন্তব্যে ক্ষোভ ঝেড়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তারা রাফির সমালোচনা করে লেখেন, ‘অতিরিক্ত অহংকার রাফিকে ধ্বংস করবে। একজন নায়িকাকে নিয়ে এমন মন্তব্য ঠিক না।’
আরেকজন লিখেছেন, ‘যেই মেয়ে ছোটবেলাতেই তিন তিন বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় সে অভিনয় পারে না সেটা একজন পরিচালক কিভাবে বলতে পারল..?’