ছবি: সংগৃহীত
ইউটিউবার, টিকটকার, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির এখন তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় একটি নাম। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই শত শত নারীকে প্রতারিত করেছেন সালমান। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
কখনও নারীদের স্টার হওয়ার প্রলোভন দেখিয়ে, কখনও প্রেমের অভিনয় করে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। তার ফাঁদে পড়া নারীদের বেশিরভাগই ধনী পরিবারের। হঠাৎ পাওয়া তারকাখ্যাতির এমন অপব্যবহার নিয়ে এবার মুখ খুলেছেন ভুক্তভোগীরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক নারীর অভিযোগ প্রতারণার পাশাপাশি অনৈতিক সম্পর্কেও বাধ্য করেন সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি সালমান মুক্তাদির।
প্রথমদিকে সালমান মুক্তাদির নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক করেন। এরপর অর্থ আত্মসাতসহ অনৈতিক কাজে বাধ্য করেন। কাজ হাসিল হয়ে গেলেই ছুড়ে ফেলে দেন তাকে এমনটাই অভিযোগ সেসব নারীদের।
একের পর এক প্রেম, আপত্তিকর মিউজিক ভিডিওতে মডেল হওয়া, বিতর্কিত মন্তব্য করে বারবারই নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন সালমান।
তবে এসব ঘটনাকে শুধুই অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন সালমান মুক্তাদির। এ বিষয়ে সালমানের সাবেক প্রেমিকা শোবিজ তারকা জেসিয়ার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কিছুই বলতে রাজি হননি।
এ বিষয়ে সমাজবিজ্ঞানীরা বলছেন, বহুগামিতার প্রচার, অশ্লীলতার নতুন ইতিহাস এবং তারকাখ্যাতিকে অনৈতিক সম্পর্কের হাতিয়ার বানানোর প্রবণতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়ারও তাড়া কারও নেই।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনকে নিয়তি বলেন, কোনো অভিযোগ পেলে তারা অবশ্যই তদন্তের কাজে মাঠে নামবেন। নেবেন আইনত ব্যবস্থাও।