নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ছয়টি মোটরসাইকেল।
বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর থানার শ্যামনগর গ্রামের ধনু গাজীর ছেলে জসিম (২৬), বাঞ্ছারামপুর থানার বাড়াইল গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে সমীর মিয়া (২৫), একই গ্রামের আবু সাইদের ছেলে তানভীর হোসেন (২৫), কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাঘর ঘর গ্রামের রোকন মিয়ার ছেলে রুহুল আমীন (১৯) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুর রহমান (১৯)।
সংবাদ সম্মেলনে ওসি জানান, রূপগঞ্জ উপজেলার সীমানা দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস ও পূর্বাচলের ৩০০ ফুট সড়কে বাইরের জেলার কিছু চিহ্নিত চোরচক্র মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এমন অভিযোগ পেয়ে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকদের খোঁজা হচ্ছে। তাদের পেলে এসব বুঝিয়ে দেয়া হবে।