নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। ছবি সংগৃহতী
আচমকাই নিউজিল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেন কেন উইলিয়ামসন। উইলিয়ামসন দায়িত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে নতুন অধিনায়ক বেছে নিল নিউজিল্যান্ড। টেস্টে কিউইদের নতুন নেতা এখন টিম সাউদি। আসন্ন পাকিস্তান সফর থেকে দায়িত্ব পালন করবেন তিনি।
পাকিস্তান সফর থেকেই নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেবেন টিম সাউদি, যিনি উইলিয়ামসনের অনুপস্থিতিতে সচরাচর টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়ে থাকেন। এর আগে ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করা সাউদি দেশটির ৩১তম টেস্ট অধিনায়কে পরিণত হলেন।
এতদিন উইলিয়ামসন না থাকলে টেস্টে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করতেন টম লাথাম। তাকে আপাতত ভাইস ক্যাপ্টেনের ভূমিকাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। উইলিয়ামসন ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে আগের মতোই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করবেন। পাশাপাশি তিনি সব ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে কিউই ক্রিকেট বোর্ডের তরফ থেকে।
উইলিয়ামসন মোট ৩৮ টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। তার ক্যাপ্টেন্সিতে ব্ল্যাক ক্যাপসরা ২২ ম্যাচে জিতেছে, ৮টি টেস্ট ড্র করেছে এবং ১০টি টেস্টে হেরেছে। ক্যাপ্টেন হিসেবে নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব এনে দিয়েছিলেন তিনি।
টেস্টের নতুন অধিনায়ক বেছে নেয়ার পাশাপাশি পাকিস্তান সফরের জন্য দলও ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন স্পিনার অ্যাজাজ প্যাটেল। উপমহাদেশে খেলা হলে স্কোয়াডে বাড়তি স্পিনার হিসেবে প্যাটেল বরাবর নিউজিল্যান্ডের প্রথম পছন্দ।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড
টিম সাউদি (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম (ভাইস ক্যাপ্টেন), ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়াগনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।