ইয়াবাসহ গ্রেফতার হাসান মীর।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৮০০ পিস ইয়াবাসহ হাসান মীর (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসান মীর ওই উপজেলার মীরাকান্দা গ্রামের আজাহার মীরের ছেলে।
এ ব্যাপারে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম হোসেন বলেন, গ্রেফতার যুবক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা ও কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবার চালান এনে এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সেরাজুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেন।