ছবি: সংগৃহীত
ফিনল্যান্ডের মূল্যস্ফীতি বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতা ছুঁয়েছে। ইউরোপের এ দেশটির মূল্যস্ফীতি বর্তমানে গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। মূলত বিদ্যুতের বাড়তি দাম ও সম্পদ বন্দকের হার বেড়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতি দেখা গেছে।
আরটি এর প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দেশটির পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, ফিনল্যান্ডের বার্ষিক মূল্যস্ফীতি নভেম্বরে ৯ দশমিক ১ শতাংশে উঠেছে।
এই হার গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের দেশটির মূল্যস্ফীতি ৯ দশমিক ২ শতাংশে উঠেছিল।
সরকারি সংস্থাটির মতে, দেশটিতে ভোগ্যপণ্যের দাম অক্টোবর মাসের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। যার মূল কারণ বিদ্যুতের দাম বেড়ে যাওয়া। এছাড়া সেখানে গড় সম্পদ বন্দক রাখার হার অনেকটাই বেড়ে গেছে।
মাস ব্যবধানে ফিনল্যান্ডে বিদ্যুতের দাম ১৮ শতাংশ বেড়েছে। আর তা গত বছরের তুলনায় বেড়েছে ৬৬ শতাংশ। সম্পদ বন্দরের ওপর গড় সুদের হার বেড়ে ২০২১ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে। বছর ব্যবধানে গড় সুদ হার বেড়েছে ৯৬ শতাংশ।
এছাড়া ডিজেলের দাম বেড়ে যাওয়া এবং ঋণের উচ্চ সুদের হারও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলেছে। এমনকি গত নভেম্বরের তুলনায় খাবার এবং নন-অ্যালকোহলযুক্ত পানীয়ের দাম গড়ে প্রায় ১৬ শতাংশ বেড়েছে।
সরকারি সংস্থার প্রকাশিত এ পরিসংখ্যানকে উদ্বেগজনক বলে অবহিত করেছেন ফিনল্যান্ডের সেন্ট্রাল চেম্বার অব কমার্সের প্রধান অর্থনীতিবিদ জুক্কা অ্যাপেলকুইস্ট।
সম্প্রতি তিনি এক টুইট বার্তায় লিখেন, নভেম্বরে ইউরোপের অন্যান্য অঞ্চলের মূল্যস্ফীতি গড়ে কমেছে, কিন্তু ফিনল্যান্ডে সেটি কমেনি। এমনকি তা বেড়ে ৯ দশমিক ১ শতাংশ হয়েছে। ধারাবাহিকভাবে বিদ্যুতের দাম বেড়ে যাওয়া এবং সুদের হারের কারণে ভোগ্যপণ্যের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়েছে।
বিদ্যুতের দাম ও সুদের হারের কোনোটিই শিগগিরই কমছে না বলেও উল্লেখ করেছেন তিনি।
এই মাসের শুরুর দিকে ফিনল্যান্ডের পরিসংখ্যান সংস্থা জানিয়েছিল চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে দেশটির জিডিপি শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে।
চতুর্থ ত্রৈমাসিকে দেশটির জিডিপি আরও কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এমনকি ২০২৩ সাল পর্যন্ত দেশটিতে অর্থনৈতিক মন্দা বিরাজ করবে, এমন আশঙ্কা করছেন তারা।