প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ইভা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির দাদি মমতাজ বেগম (৫০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর চিটাগাং রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসাইন জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় শিশুটির সঙ্গে থাকা তার দাদি মমতাজ বেগমও আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আর আহত মমতাজ বেগমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ঘাতক বাসটির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এদিকে আহত মমতাজ বেগমের জামাতা আব্দুর রহমান লিটন জানান, তারা লালবাগ শহীদনগর ৫ নম্বর গলিতে থাকেন। মেয়ে, ভাতিজি এবং দুই নাতি-নাতনিসহ নারায়ণগঞ্জের চিটাগাং রোডে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন মমতাজ বেগম। পথে এই দুর্ঘটনার শিকার হন।
মৃত ইভা আক্তারের বাবার নাম ইব্রাহিম হোসেন। ইভা বাবা-মায়ের একমাত্র সন্তান।