ছবি সংগৃহীত
কাতার বিশ্বকাপের ফাইনালের দুই দল পেয়ে গেছে বিশ্ব। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স এবারও ফাইনালে উঠেছে। তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। তবে ফাইনালের আগে চলছে নানান ইতিহাস নিয়ে কথাবার্তা। এমন এক ইতিহাস ফ্রান্সের পক্ষে কথা বলছে। যদি ইতিহাস মিলে যায়, তাহলে এবারও বিশ্বকাপ উঠতে যাচ্ছে ফ্রান্সের হাতেই।
ফ্রান্স তাদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জিতেছিল ১৯৯৮ সালে। ঘরের মাঠে সেই বিশ্বকাপের নায়ক ছিলেন জিনেদিন জিদান। কিন্তু সেমিফাইনালে দলকে জিতিয়ে ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন কিংবদন্তি ডিফেন্ডার রুডি লিলিয়ান থুরাম। তার জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্স। আর ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছিল লেস ব্লুজরা।
এরপর কেটে যায় ২০ বছর। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আবারো চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেই বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেমিতে ১-০ তে জয় পেয়েছিলো তারা। আর সেই একমাত্র গোলটি করেছিলেন ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। ফাইনালে উঠে ক্রোয়েশিয়াকে সহজে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা।
আর কাতার বিশ্বকাপেও ফাইনালে উঠেছে ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে তারা। সেই দুই গোলের প্রথমটি করেছিলেন ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজ। আর এদিকেই ইতিহাস ফ্রান্সের পক্ষে কথা বলছে। যে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কোন ডিফেন্ডার গোল দিয়েছেন, সেবারই শিরোপার দেখা পেয়েছে তারা। তবে এবারও কি শিরোপা উঁচিয়ে ধরবে ফ্রান্স? কারণ গত দুইবারের মতো এবারও যে সেমিফাইনালে ফরাসি ডিফেন্ডার গোল পেয়েছেন।
এদিকে ব্রাজিলের জ্যোতিষী অ্যাথোস সালোমের করা ভবিষ্যদ্বাণীও কথা বলছে ফ্রান্সের পক্ষেই। বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। সেটি সত্যি হয়েছে। ব্রাজিলের এ জ্যোতিষী আরও জানিয়েছিলেন, ১৮ ডিসেম্বরের ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফের একবার ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স।