ছবি- সংগৃহীত
বৈদ্যুতিক গাড়িতে বড় রকমের ভর্তুকির ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। বৈদ্যুতিক গাড়ি কিনলেই গাড়ি প্রতি মিলবে ৫ হাজার ১৩০ ডলার ভর্তুকি যা দেশটির মুদ্রামানে ৮০ মিলিয়ন রুপাইয়াহ।
বুধবার (১৪ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং গ্রিন এনার্জি বিকাশে দেশটির নেয়া এ নতুন পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী জানান, অনশোর বৈদ্যুতিক গাড়ির জন্য ৮০ মিলিয়ন রুপাইয়াহ, হাইব্রিড বৈদ্যুতিক গাড়িতে ৪০ মিলিয়ন রুপাইয়াহ, বৈদ্যুতিক মোটরবাইকে ৮ মিলিয়ন রুপাইয়াহ ও সাধারণ মোটরবাইককে বৈদ্যুতিক মোটরবাইকে রূপ দিলে ৫ মিলিয়ন রুপাইয়াহ পর্যন্ত ভর্তুকি দেয়ার পরিকল্পনা আছে ইন্দোনেশিয়ার সরকারের।
মূলত দেশটির অভ্যন্তরে তৈরি নিজস্ব গাড়িতেই এ ধরনের ভর্তুকি দিচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বৈদ্যুতিক গাড়ি ব্যবসাকে শক্তিশালী করতে দেশটির রাষ্ট্রপতি জোকো উইদোদো এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলে জানা যায়।
ইতোমধ্যে দেশটিতে হুন্দাই মোটর তাদের বৈদ্যুতিক গাড়ির ব্যবসা শুরু করেছে। ২০২৪ সাল নাগাদ কোম্পানিটি স্থানীয়ভাবে গাড়ির ব্যাটারি উৎপাদনে সক্ষম হবে বলে ধারণা করা যাচ্ছে। হুন্দাইয়ের পাশাপাশি চলতি বছরেই ইন্দোনেশিয়ায় টয়োটা তাদের ব্যবসা শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছে। এ ছাড়া আগামী কয়েক বছরের মধ্যে মিতসুবিশিও যোগ দিবে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায়।
প্রতিবছর ইন্দোনেশিয়াকে তার ২৭৫ মিলিয়ন মানুষের ব্যবহৃত জ্বালানিতে বড় রকমের ভর্তুকি দিতে হয়। চলতি বছরেই গ্যাসোলিনের দাম নাগালের মধ্যে রাখতে দেশটিকে ৪৪ বিলিয়ন ডলার পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে। এ অবস্থায় জ্বালানির ওপর চাপ কমাতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার হতে পারে এক মোক্ষম মাধ্যম- এমনটাই ভাবছে দেশটির সরকার।
সূত্র- ব্লুমবার্গ।