মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। শান ও সাগাইং রাজ্যে দুপক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, গত ৭ দিনে দেশজুড়ে জান্তা-বিদ্রোহী সংঘর্ষে প্রায় ৮০ সেনা নিহত হয়েছেন।
এদিকে মিয়ানমার সরকারের সঙ্গে ৭টি বিদ্রোহী গোষ্ঠীর শান্তি আলোচনায় বসার কথা থাকলেও বুধবার (১৪ ডিসেম্বর) বৈঠক বাতিল করে দেয় জান্তা প্রশাসন। দ্রুত শান্তি আলোচনা না হলে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
মিয়ানমারে জান্তা সেনাদের দমন-পীড়ন কিছুতেই থামছে না। রাখাইনের পর শান ও সাগাইং রাজ্যেও ধ্বংসযজ্ঞে মেতেছে জান্তা সরকার। সংবাদমাধ্যম ইরাবতী জানায়, মিয়ানমারের সাগাইং, মান্দালে, বাগো এবং শান রাজ্যে সপ্তাহজুড়ে ব্যাপক অভিযান চালায় সেনারা। এ সময়, বাড়ি-ঘরে আগুন দেয়াসহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক তাণ্ডব চালায় জান্তা বাহিনী। প্রাণে বাঁচতে ওইসব অঞ্চল ছেড়ে পালিয়েছেন কয়েক হাজার মানুষ।
ইরাবতি আরও জানিয়েছে, গত ৭ দিনে বিভিন্ন রাজ্যে অভিযান চালানোর সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে জান্তা সেনারা। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮০ জান্তা সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ।
এই পরিস্থিতিতে মিয়ানমার সরকারের সঙ্গে ৭টি বিদ্রোহী গোষ্ঠীর শান্তি আলোচনায় বসার কথা ছিল। তবে বুধবার ওই বৈঠক বাতিল করে দেয় জান্তা প্রশাসন। দেশের সার্বিক পরিস্থিতিতে আলোচনায় বসা সম্ভব নয় বলে জানায় মিন অং হ্লাইং সরকার। সরকারের এমন পদক্ষেপে দেশে সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।