বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা এদেশের সূর্য সন্তান। তারা মরেও চির অমর হয়ে থাকবেন। তাদের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় সূচিত হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের এ চেতনা বুকে ধরে রাখতে স্বাধীনতা বিরোধী শক্তির বিচার বাস্তবায়ন করতে হবে।
তারা বলেন, মুক্তিযুদ্ধ শেষে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ঘাতকরা দেশের বুদ্ধিজীবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তারা বেছে বেছে নিরপরাধ বাঙালিকে হত্যা করে পাকিস্তানি শাসন শোষণ অব্যাহত রাখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। বাঙালি জাতিকে বীর সন্তানদের এই আত্মত্যাগ চিরস্মরণে রাখতে হবে।
প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. শহিদুল ইসলাম, দফতর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আখতারুজ্জামান বাচ্চু, বরুন ব্যানার্জি, মনিরুল ইসলাম মনি, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, এবিএম মোস্তাফিজুর রহমান, আমিনুর রশীদ, এর এম বেলাল হোসাইন ও এস কে কামরুল হাসান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, এম রফিক, আব্দুল্লাহ আল মামুন, হাসান মাহমুদ ও মামুন হোসেন প্রমুখ।