সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শরিফুল ইসলাম (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় সিরাজগঞ্জ-নলকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শরিফুল মোটরসাইকেল নিয়ে শিয়ালকোল বাজার এলাকায় মহাসড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে ঘটনার পরপরই বাসসহ চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।