ছবি: সংগৃহীত
বয়স মাত্র ২৩, এখনই দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল খেলবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ইনজুরিজর্জরিত ফ্রান্সকে যখন ভাবা হচ্ছিল কাতার বিশ্বকাপে বেশিদূর জেতে পারবে না, তারাই কিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে দলের সেরা খেলোয়াড় এমবাপ্পের নৈপুণ্যে। এবারের বিশ্বকাপটা যদি ফ্রান্স জেতে, তবে পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দুই শিরোপা জয়ের রেকর্ড গড়বেন তিনি।
গেল এক যুগেরও বেশি সময় মেসি-রোনালদোকে নিয়ে একটা ঘোরের মধ্যে আছে ফুটবলবিশ্ব। এলএমটেন-সিআরসেভেনকে নিয়ে মুগ্ধতার মাঝে যেন অন্য কারো ঠাঁই মেলে না। কিন্তু, এত বছর আধিপত্য বিস্তার করা এই গ্রেটদের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানাতে পেরেছেন কেবল একজনই। তিনি কিলিয়ান এমবাপ্পে।
ফরাসি তারকার বুলেটগতির সামনে নামকরা, অভিজ্ঞ ডিফেন্ডারদের লুটিয়ে পড়ার দৃশ্য দেখেছে বিশ্ব। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ শিরোপার স্বাদ পাওয়া এমবাপ্পে আরও এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে। বয়স এখন ২৩ বছর। টানা দ্বিতীয়বার ওয়ার্ল্ডকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ তার।
আসরে এখন পর্যন্ত পাঁচ গোল তার। গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির সঙ্গে যৌথভাবে আছেন শীর্ষে। লুসাইল আইকনিক স্টেডিয়ামের ফাইনালে মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নে জল ঢেলে দিতে পারেন এমবাপ্পেই। পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ওয়ার্ল্ডকাপ ফাইনালে গোলের রেকর্ড আছে ফ্রেঞ্চ ফরোয়ার্ডের। ২০১৮-র পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে মুখিয়ে আছেন কিলিয়ান। হ্যাটট্রিক করতে পারলে স্পর্শ করবেন ১২ গোল করা পেলেকে।
সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয়ের রেকর্ডটা পেলের। ১৭ বছর বয়সে প্রথমটা জেতাই শুধু নয়, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। ৩ বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার কালোমানিক। ব্যাক টু ব্যাক শিরোপা জিততে পারলে এমবাপ্পেও পৌঁছে যাবেন ভিন্ন এক উচ্চতায়। অধরা ‘ব্যালন ডি’অর’ জয়ের লক্ষ্যটাও পূরণ হবে তার।