প্রতীকী ছবি
মহান বিজয় দিবস, খ্রিষ্টানদের বড়দিন ও খ্রিষ্টীয় বর্ষবরণ উদ্যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং ঢাকায় দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানের ১৫ দিন বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে।
১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। ২ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এবং ১০, ১১, ১৪ ও ১৫ ডিসেম্বর—এই ৯ দিনে পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে ৮ হাজার ২৫৯ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় পুলিশ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৮ জনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সদর দফতর সূত্র জানায়।
সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৪৬৮ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ৩৯৮টি মামলা করা হয়েছে। এ ছাড়া পরোয়ানায় ১ হাজার ২২৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন তালিকাভুক্ত সন্ত্রাসীও রয়েছে।
পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে ছয়টি বোমাসদৃশ বস্তু, দুটি পরিত্যক্ত বন্দুক, দুটি পরিত্যক্ত শুটারগান, একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করে। এ ছাড়া ৩২ হাজার ৪১৭টি ইয়াবা বড়ি, ৩১২ বোতল ফেনসিডিল, ৩১১ কেজি গাঁজা ও ৩৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করে।
ঢাকার আদালত থেকে ছিনিয়ে নেয়া দুই জঙ্গিকে গ্রেফতার করাসহ যেসব বিষয় সামনে এনে বিশেষ অভিযান চালানো হলো, তার সফলতা কতটুকু—এমন প্রশ্নের জবাবে পুলিশ সদর দফতরের মুখপাত্র মো. মনজুর রহমান বলেন, জঙ্গি দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। বিশেষ অভিযান নিয়মিত অভিযানেরই অংশ।