ছবি: সংগৃহীত
ইনজুরির কারণে বিশ্বকাপে একটি ম্যাচেও খেলা হয়নি করিম বেনজেমার। তবে আছেন ফ্রান্সের ২৬ সদস্যের স্কোয়াডে। টুর্নামেন্টজুড়েই গুঞ্জন ছিল: যেকোনো সময় মাঠে ফিরতে পারেন তিনি। এখন ইনজুরি থেকে সুস্থ হয়েছেন বেনজেমা। ফাইনাল দেখতে কাতারে অবস্থান করছেন ব্যালন ডি’অরজয়ী এই রিয়াল তারকা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও চান বেনজেমা যেন ফাইনালে দলটির সঙ্গে থাকেন।
বুধবার (১৪ ডিসেম্বর) মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের দিন কাতারের আল বায়েত স্টেডিয়ামে দেখা গেছে ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁর উপস্থিতি। ফাইনালেও থাকবেন তিনি। তবে ম্যাক্রোঁ চান, ফাইনালে করিম বেনজেমাসহ যেসব খেলোয়াড় ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি, তাদের সবাই হাজির থাকুন।
ফ্রান্সের বিশ্বকাপ দলে ছিলেন বেনজেমা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ঊরুর ইনজুরিতে পড়ে আর খেলা হয়নি তার। ফ্রান্স দলও তার কোনো পরিবর্তন ঘোষণা করেনি। এরই মধ্যে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদ এবং প্যারিসে গিয়ে সুস্থতার জন্য লড়াই করেছেন বেনজেমা। মোটামুটি সুস্থও হয়ে গেছেন। চাইলে এখন মাঠেও নামতে পারেন। রিয়াল মাদ্রিদও অনুমতি দিয়েছে বেনজেমাকে, যাতে তিনি কাতারে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন।
এদিকে মরক্কোর বিপক্ষে ম্যাচের পর কোচ দিদিয়ের দেশমের কাছে প্রশ্ন রাখা হয়েছিল বেনজেমাকে নিয়ে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ফ্রান্স কোচ। এর আগেও বেশ কয়েকবার প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন দেশম।
কিন্তু ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ শুধু করিম বেনজেমাই নন, ইনজুরিতে আক্রান্ত হয়ে যারা বিশ্বকাপ খেলতে পারেননি, সেসব খেলোয়াড়কেও ফাইনালে ফ্রান্স দলের পাশে চেয়েছেন।
ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্টের ইচ্ছানুযায়ী তারা চেষ্টা করছেন ইনজুরিতে আক্রান্ত হয়ে যে ছয়-সাতজন ফুটবলার এবারের বিশ্বকাপ খেলতে পারেননি, তাদেরও বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স দলের পাশে রাখা যায় কি না।