শহরতলির জাদুঘর বাস টার্মিনাল মাঠে ফিতা কেটে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে ১৬ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী।
যারা ‘জয় বাংলা’ বলে না, তারা স্বাধীন বাংলা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া (সদর)-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে শহরতলির জাদুঘর বাস টার্মিনাল মাঠে ফিতা কেটে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে ১৬ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
উবায়দুল মোকতাদির বলেন, “যারা ‘জয় বাংলা’ বলে না তারা স্বাধীন বাংলা বিশ্বাস করে না। তারা জাতীয় সংগীত গাইতে চায় না। তারা মানুষের ভেতরে থেকে অমানুষের পরিচয় দেয়। তাদের উদ্দেশ করে বলব, সবকিছু বাদ দিয়ে আপনারা ‘জয় বাংলা’ বলুন, জাতীয় সংগীত গাইতে চেষ্টা করুন।”
পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনেকেই জাদুঘর এলাকাকে পৌরসভার বাইরে বলে মনে করেন। আজকের (বৃহস্পতিবার) এ মেলা আয়োজনের মধ্যদিয়ে সেই ধারণা ভুল প্রমাণিত হবে। ভবিষ্যতে যেকোনো বড় আয়োজন এ মাঠে করা যায় কি না, সে প্রস্তাব দেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।