আজ সকালে মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদ এর আয়োজনে শতাধিক পরিবারের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে। সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানা প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন আব্দুস সালাম মাঝি, সৈয়দ আলী হোসেন, সৈয়দ আলতাফ হোসেন, ফারুক হোসেন, ডা. আবুল ফজল, মনির শিকদার, আবু তালেব, হানিফ তালুকদার, মারুফ আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন প্রত্যোক সামর্থবান ব্যাক্তিকে সমাজের বঞ্চিত অসহায় মানুষের পাশে দ্বারানো এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহবান জানান।
উল্লেখ্য যে মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদ ২০১২ সাল থেকে মাধবপাশা ইউনিয়নে বিভিন্ন ধরনের সমাজ কল্যান মূলক কাজ করে যাচ্ছেন যেমন ঈদ সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, চিকিৎসায় সহোযোগিতা, বিবাহে সহোযোগিতা, হুইল চেয়ার বিতরণ ইত্যাদি ।