রোজার মাসে অতিরিক্ত মুনাফা না করে দাম কমিয়ে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পাশাপাশি সরকার দাম নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর এফডিসি ফ্লোরে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রোজার আগে থেকেই নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কা। উৎপাদন কিংবা সরবরাহে ঘাটতি নেই তবু অদৃশ্য কারণে অস্বাভাবিকভাবে বাড়ছে দাম। বাজার তদারকিতে চলছে অভিযান। এরমধ্যেই দাম বাড়ার পেছনে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কথা জানায় সরকার।
এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। এছাড়া এসময় রমজানে অতিরিক্ত মুনাফা না করে দাম কমিয়ে পণ্য বিক্রির আহ্বান জানান তিনি।
এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে জ্বালানির দাম বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, নিরুপায় হয়েই সরকার গ্যাস বিদ্যুতের দাম বাড়াচ্ছে।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জ্বালানি খাতে। এছাড়া ভোলা থেকে আবিষ্কৃত গ্যাস সংগ্রহ করা সম্ভব হলে গ্যাস ও বিদ্যুতের দাম কমবে বলে আশা প্রকাশ করেন সালমান এফ রহমান।
এছাড়া আগামী নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার। তবে বিরোধী দলগুলো নির্বাচনে না এলে সরকারের কিছু করার থাকবে না। তাই বিরোধী দলকে সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান তিনি।
স্বাধীনতা দিবসে বাংলাদেশের সামাজিক খাতে অর্জনের পক্ষ বিপক্ষ ছায়া সংসদ বির্তক প্রতিযোগিতায় বদরুন্নেছা কলেজ বিজয়ী হয়। তাদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এসময় ছায়া সংসদে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাসহ ১০টি সুপারিশ তুলে ধরা হয়।