নোয়াখালীর মাইজদীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আলেয়া বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এ সময় ওই নারীর সঙ্গে থাকা বালিশ থেকে পাঁচটি আলাদা ব্যান্ডেলে থাকা ৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আলেয়া বেগম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির ছিন্নমূল এলাকার সুলতান মিয়ার মেয়ে।
জানা গেছে, আলেয়া বেগম গত রোববার কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে প্রথমে চট্টগ্রাম ও পরে সোমবার রাতে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে নজরধারিতে রাখা হয়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ফেনী। সেখান থেকে বাসে করে চৌমুহনী চৌরাস্তায় আসেন আলেয়া বেগম। সেখান থেকে গাড়ি পরিবর্তন করে সিএনজি যোগে দুপুরে মাইজদী আবদুল হক ফিলিং স্টেশনের সামনে নামেন আলেয়া। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ওইস্থানে পৌঁছে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি বালিশে ভিতরে তল্লাশি চালিয়ে ৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই নারী কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করতো। বেগমগঞ্জের রামগঞ্জের এক মাদক কারবারি ইয়াবাগুলো পৌঁছে দিতে মাইজদীতে আসেন আলেয়া। এ ঘটনায় আটক নারী ও ওই মাদক কারবারির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।