জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানির সুযোগ দেয়া হচ্ছে না।
শনিবার (৬ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কাস্টমস এলাকায় ব্যাগেজ স্কানারের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, আখাউড়া স্থলবন্দরে রাজস্ব বাড়ানোর জন্য স্থলবন্দর উন্নয়ন করার চিন্তা করা হচ্ছে। এখানে আধুনিক স্থলবন্দর নির্মাণ করা হলে যাত্রীদেরও সুযোগ-সুবিধা বাড়বে। পাশাপাশি এই বন্দর দিয়ে পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হবে।
তবে পণ্য পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকায় এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, সব পণ্য আমদানির অনুমতি দিতে গেলে বন্দরে আমদানি করা পণ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য যেসব সুবিধা প্রয়োজন সেগুলো নেই। ফলে পণ্য আসলে সেটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হবে। সেখান থেকে পরীক্ষার পর এখানে আসবে। তাই এখানে সকল পণ্য আমদানির সুযোগ দেয়া হচ্ছে না। তবে যে পণ্যগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলোর অনুমতি আমরা অবশ্যই দেব।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমাসহ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, এ স্থলবন্দর দিয়ে আমদানি করা পণ্যের অধিকাংশই আসে ত্রিপুরার বাইরের রাজ্য থেকে। যার কারণে আমদানি ব্যয় ও শুল্ক পরিশোধ শেষে ব্যবসায়ীরা ভালো মুনাফা না করার অভিযোগ করেন। এর জন্যই তারা আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে সব ধরনের পণ্য আমদানির অনুমতি চান।