সিবিআই ও ইডির বিশেষ আদালতে পিকে হালদার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারসহ ছয় আসামির বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়েছে।
মামলার পরবর্তী শুনানির নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জুলাই। বুধবার (৭ জুন) সকালে পিকে হালদারসহ ছয় আসামিকে কলকাতার সিবিআই ও ইডির বিশেষ আদালতে তোলা হয়। এরপর বিচারক আগামী ৪ জুলাই তাদের আবারও আদালতে তোলার নির্দেশ দেন।
গত বছর ১৩ই মে কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনা থেকে পিকে হালদারসহ পাঁচজনকে গ্রেফতার করে ইডি। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন ও বিদেশে অর্থপাচার সংক্রান্ত দুটি ধারায় মামলার অজু করে এবং গ্রেফতারের ৬৮ দিনের মাথায় চার্জশিট ও দাখিল করে।
বুধবার (৭ জুন) স্পেশাল সিবিআই কোর্ট-৩’র বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হয় মামলাটি। কিন্তু আসামি পক্ষের আইনজীবী একটি অ্যাডজর্নমেন্ট পিটিশন করেন। পিটিশনে মোকদ্দমার শুনানি পিছিয়ে দেয়ার আর্জি জানানো হয়। সেক্ষেত্রে উভয় পক্ষের আর্জি শুনে বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করেন ৪ জুলাই।