বরিশাল ॥ বরিশাল সিটি নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের নিয়ে টানাটানি করছেন, তিন মেয়র প্রার্থী। ইঙ্গিত বলছে, বিএনপির সমর্থকদের উপরেই নির্ভর করছে, কে হচ্ছেন নৌকার প্রতিপক্ষ। ভোট বাগানোর প্রতিযোগিতায়, প্রতিদিনই পাল্টাচ্ছে মাঠের হিসাব-নিকাশ।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। গতবারের মতো, এবারও বরিশাল সিটি নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন।
তার ছোট ভাই এইচএম তসলিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদল নেতা। বরিশাল জেলা যুবদলেরও ডাকসাইটে নেতা ছিলেন। বিএনপির প্রার্থী না থাকায় তার অনুসারীরা ভিড়েছেন বড় ভাই তাপসের দিকে।
স্থানীয় আওয়ামী লীগের সাদিকপন্থিদের আশির্বাদ নিয়ে ভোটের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রয়েছে এমন অভিযোগ। তবে, ধর্মভিত্তিক দলটি, বিএনপির সমর্থকদেরও টার্গেট করেছে।
প্রয়াত মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন, বিএনপি থেকে বহিষ্কৃত। দলটির ভোট যে তার পকেটেও অনেকটা যাবে, তাতে সন্দেহ নেই। কিন্তু, দলের বিভক্তিতে, সেখানেও রয়েছে হিসাব-নিকাশের খেলা।
বরিশাল বিএনপি এখন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিবিরে বিভক্ত। ভোটের মাঠে কোন পক্ষ কাদের সমর্থন দেবে, তা নিয়ে আলোচনা থাকছেই। তবে, দলের দাবি, তাদের সমর্থকরা ভোট বর্জন করেছে।
১২ জুন বরিশাল সিটি করপোরেশনে পঞ্চম নির্বাচন। এই সিটিতে গত চারবারের মধ্যে দুইবার আওয়ামী লীগ, দুইবার বিএনপির মেয়র প্রার্থীরা জয় পেয়েছেন। এবার বিএনপি ভোটে নেই। তাই দেখার পালা, তাদের সমর্থকদের ভোট, কার পাল্লা ভারী করে। যিনি হবেন নৌকার প্রতিপক্ষ, বলছে নগরবাসী।