বরিশাল ॥ নির্বাচনি প্রচারণায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এবার ভোটে জাতীয় পার্টি সেনাবাহিনী চায় বলে মন্তব্য করেন মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। বুধবার (৭ জুন) সকালে নগরীর চৌমাথা এলাকায় তিনি এ মন্তব্য করেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে ঘাম ঝরাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তীব্র গরম উপেক্ষা করে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তারা।
এ সময় ইকবাল হোসেন তাপস বলেন, এখনও লেভেল প্লেয়িফিল্ড তৈরি হয়নি। জনমতে শঙ্কা রয়ে গেছে। মনে হচ্ছে শঙ্কাটা আরও বাড়ছে। সরকারের বিশেষ সংস্থার তৎপরতাটা বরিশালবাসী ভালো চোখে দেখছে না। এটাকে বন্ধ করতে হবে।
বিষয়টি নিয়ে জাতীয় পার্টি শঙ্কিত উল্লেখ করে এটিকে বন্ধ করার দাবি জানান তাপস। পাশাপাশি তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন। তিনি মনে করেন এই নির্বাচন কারচুপির দিকে এগোচ্ছে।
ঘনিয়ে আশা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া সবাই শঙ্কা প্রকাশ করছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দিন যত যাচ্ছে মেয়র প্রার্থীদের শঙ্কাও তত বাড়ছে।
এছাড়া, ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আগামী ১২ জুন (সোমবার) বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।