পাকিস্তানে রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। জ্বালানি সংকটের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন ব্যবসায়ীরা। খবর ডন।
পাকিস্তানের জ্বালানি খাত ঋণের জালে জর্জরিত। সেই সঙ্গে অর্থনৈতিক সংকটও মোকাবিলা করছে দেশটি। এই সংকট মোকাবিলায় জ্বালানি খরচ কমাতে নতুন নতুন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জুন) ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের (এনইসি) বৈঠক হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আহসান ইকবাল আরও বলেন, জ্বালানি সংরক্ষণের জন্য নেয়া পদক্ষেপের অংশ হিসেবে এ সুপারিশ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাত আটটার মধ্যে দোকানপাট ও বাণিজ্যিক ভবন বন্ধ করা হবে।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভবনগুলোর এলইডি বাতি ও গিজার বন্ধের সুপারিশ করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বছরে ১০০ কোটি রুপি সাশ্রয় হবে বলে দাবি করেছেন তিনি।
অর্থনৈতিক সংকটের কারণে চলতি বছরের জানুয়ারিতেও পাকিস্তানে রাত আটটার মধ্যে বিপণিবিতান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এছাড়া রাত ১০টার মধ্যে বিয়ের অনুষ্ঠানের হলগুলো ফাঁকা করারও নির্দেশ দেয়া হয়েছিল।
তবে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এ পদক্ষেপের বিরোধিতা করায় সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। গতবারের মতো এবারও রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের সংগঠন অল পাকিস্তান আনজুমান-ই-তাজিরনের প্রেসিডেন্ট আজমল বেলুচ বলেন, ‘চলতি মৌসুমে আমরা রাত আটটার মধ্যে দোকান বন্ধ করব না। এর আগেও সরকার একাধিকবার এমন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল।’