ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, মানবিক কারণে পায়ে চালিত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে। ব্যাটারি চালিত রিক্সা, ইজিঅটোবাইক এবং জ্বালানি তেল চালিত থ্রি হুইলারের জন্য সিটি কর্পোরেশন থেকে বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে।
আজ (০৯জুন’২৩) শুক্রবার বিকেলে কাশিপুর এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই।
চাঁদমারী বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকা-ের ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর কাজে অংশ নেন শায়খে চরমোনাই। আগুন নিয়ন্ত্রণে এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার এবং প্রতিবেশী পরিবারগুলোকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এসময় শায়খে চরমোনাই ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন।
আজ বিকেলে ২৯নং ওয়ার্ড কাশিপুর, ২৮নং ওয়ার্ড নথুল্লাবাদ, ২০নং ওয়ার্ড কলেজ এভিনিউ এলাকায় গণসংযোগ করেন শায়খে চরমোনাই।