স্টার্ক নেন বিরাট কোহলির উইকেটও। ছবি সংগৃহীত
৬০০ উইকেট পূর্ণ হলো অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। তিন ফরম্যাট মিলিয়ে তার ৬০০তম শিকার ভারতের মোহাম্মদ শামি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ইনিংসে একেবারে শেষ ব্যাটার হিসেবে আউট হন শামি। স্টার্কের বলে তিনি ক্যাচ দেন উইকেটরক্ষক আলেক্স ক্যারেকে। তাতে ভারতের ইনিংস গুটিয়ে যায় ২৯৬ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২৩ রান তুলে চা বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। ১৩ রান নিয়ে উসমান খাজা ও ৮ রান নিয়ে ব্যাট করছেন মার্নাস লাবুশেন। এক রানে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার।
তিন ফরম্যাটের মধ্যে স্টার্কের টেস্টে ৩০৮, ওয়ানডেতে ২১৯ ও টি-টোয়েন্টিতে ৭৩ উইকেট। এর মধ্যে তিনি টেস্টে ৭৮, ওয়ানডেতে ১১০ ও টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ানদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট আছে আর মাত্র তিন জনের নামের পাশে। তারা হলেন শেন ওয়ার্ন (৯৯৯), গ্লেন ম্যাকগ্রা (৯৪৮) ও ব্রেট লি (৭১৮)।
আন্তর্জাতিক অঙ্গনে স্টার্ক ৬০০ উইকেট শিকার করা ২৪তম বোলার। এই তালিকায় সবার উপরে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ৪৯৫ ম্যাচে তিনি নিয়েছেন ১ হাজার ৩৪৭ উইকেট। এক হাজার এক উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ওয়ার্ন।