ছবি: বাঁ থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নির্বাচনকে সামনে রেখে মাঠ গরমের চেষ্টা করছে বিএনপি। সরকারকে বিভিন্নভাবে ব্যর্থ প্রমাণে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে আন্দোলনে জনগণকে টানার চেষ্টা করছে দলটি। এজন্য বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়টিকে কাজে লাগাচ্ছে তারা। বিপরীতে আওয়ামী লীগও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করে জনগণকে সচেতন করার পাশাপাশি বিএনপি আমলের নানা দুর্নীতি ও বিদ্যুৎ উৎপাদনে তাদের ব্যর্থতার কথা তুলে ধরছে।
সর্বোপরি নির্বাচনকে সামনে রেখে দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেতারা বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছেন। ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেেছে।
এদিকে ১০ বছর পর রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ করেছে। আওয়ামী লীগের দাবি, বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতির প্রস্তুতি হিসেবে তাদের সঙ্গী জামায়াতকে মাঠে নামিয়েছে।
শনিবার (১০ জুন) পৃথক কর্মসূচিতে নির্বাচন, সংলাপ ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দেশের দুটি রাজনৈতিক দলের নেতারা।
রাজধানীর নিকুঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। তাই কোনো ভয় নেই আমাদের। তবে অপকর্ম করলে বিএনপিকে মূল্য দিতে হবে।’
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আবারও দেশে জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাস চালানোর জন্য বিএনপি-জামায়াত জোট প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি, তারা নিজে নামেনি। এর মধ্যদিয়ে তারা আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।
তবে বিরোধীদের যেকোনো অপকর্ম রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।