হারানো সন্তান ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন মা হাসনা হেনা। চোখে-মুখে সে এক রাজ্য পাওয়ার অবাধ উল্লাস। মায়ের কোলে ফিরতে পেরে তৃপ্তির ছাপ নবজাতকের। নাড়ির সঙ্গে নিবিড় মিলনের এক মনোমুগ্ধকর দৃশ্য।
নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া এক দিনের নবজাতককে কুষ্টিয়ার খাজানগর থেকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দিয়েছে পুলিশ। শনিবার (১০ জুন) দুপুরে শিশুটিকে মায়ের হাতে তুলে দেন নাটোর জেলা পুলিশ সুপার সাইফুর রহমান। এ ঘটনায় এলাকায় বেশ সাড়া পড়েছে।
এর আগে শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে নার্সের ছদ্মবেশী এক নারী নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে দাদির কোল থেকে ডাক্তার দেখানোর কথা বলে এক দিন বয়সী কন্যাশিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় মাত্র আট হাজার টাকায় বিক্রি করেন শিশুটিকে।
নাটোর সদর থানার উপপরিদর্শক জামাল উদ্দিন বলেন, নাটোর সদর হাসপাতাল থেকে শিশুটি চুরি করে শুক্রবার (৯ জুন) দুপুরে খুলনাগামী রূপসা এক্সপেস ট্রেনে পরাদহ স্টেশনে নামেন কাজলী। আট হাজার টাকায় শিশুটি বিক্রি করে ছদ্মবেশী নার্স কাজলী ফিরে আসনে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার ভাড়া বাসায়। প্রযুক্তির সহায়তায় পুলিশ শনিবার (১০ জুন) ভোর ৫টায় চকবৈদ্যনাথ এলাকা থেকে ছদ্মবেশী কাজলীকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে কুষ্টিয়ার খাজানগর থেকে শিশুটিকে উদ্ধার এবং নিঃসন্তান কাজলীকেও গ্রেফতার করা হয়।
নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, খুলনাগামী রেলস্টেশনগুলোর ফুটেজ সংগ্রহ করে পরাদহ স্টেশনে ছদ্দবেশী নার্স কাজলীকে নামতে দেখে পুলিশ। এরপর অভিযান শুরু করে পুলিশ। এই দুজন ছাড়াও অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
শুক্রবার রাতে শিশুটির বাবা মাহফুজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় গ্রেফতার কাজলীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করবে পুলিশ।