বরিশাল নগরীতে একটি ফ্লাটে অভিযান চালিয়ে জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জুন) সকালে মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- নগরী কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, নগরীর চার নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, একই ওয়ার্ডের সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।
ওসি মুকুল বলেন, শুক্রবার (৯ জুন)মধ্যরাতে নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দোতলায় একটি ফ্লাটে জামায়াত নেতাদের গোপন বৈঠক চলছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।