কীর্তনখোলায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেডডুবির ঘটনার পর যাত্রীরা অন্য নৌযানে তীরে ফিরছেন।
বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী পারাবত-১১ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেডডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে নদীর লামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এক শ্রমিক নিখোঁজের খবর পাওয়া গেছে।
পারাবত-১১ লঞ্চের যাত্রী জানান, বরিশাল নদী বন্দর থেকে রাত ৯টায় ছেড়ে আসার পরে লামছড়ি এলাকায় একটি বাল্কহেডকে ধাক্কা দেয় লঞ্চটি। এতে বাল্কহেডটি ডুবে যায়। তবে এ ঘটনায় লঞ্চটির তলা ফেটে গেছে। লঞ্চটি সদর উপজেলার চরবাড়িয়ায় নোঙর করা হয়েছে।
তারা বলেন, আমরা দেখেছি তিনজন নদী সাঁতরে তীরে উঠেছে। তবে তারা কার্গোর নাকি লঞ্চের যাত্রী তা বলতে পারছি না। এটা দেখার পর কর্তৃপক্ষ জানিয়েছেন লঞ্চ ঢাকা যাবে না। এরপর যাত্রীরা অন্য নৌযানের মাধ্যমে তীরে উঠেছেন।
বিআইডব্লিউটি এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিদর্শক কবির হোসেন বলেন, খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারবো। তবে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি ঘটনাস্থলে যাচ্ছে পারাবত লঞ্চের যাত্রীদের ঢাকায় নেয়ার জন্য।