লিওনেল মেসি। ছবি সংগৃহীত
আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের শেষ নেই। যার প্রমাণ মিলেছিল গত কাতার বিশ্বকাপেও। মেসিরা বিশ্ব জয়ের পর বর্ণিল উদযাপন হয় লাল সবুজের দেশে, যার স্বীকৃতি মিলেছিল ফিফার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মগুলোতে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবার পিএসজি ছেড়ে পাড়ি জমিয়েছেন মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেটা নিয়েও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই।
গুঞ্জন ছিল পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়া মেসি পাড়ি জমাতে পারেন সৌদি আরবের ক্লাব আল হিলাল কিংবা বার্সেলোনায়। কিন্তু মেসি শেষ পর্যন্ত বেছে নেন মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিকে। সেই ক্লাব সম্পর্কে জানতে বাংলাদেশের ফুটবল অনুসারীরা উদগ্রীব প্রায়! যার প্রমাণ পাওয়া যায় গুগলের সার্চ ইঞ্জিনের পরিসংখ্যান ঘাঁটলে।
রোববার (১১ জুন) গুগলের শেষ সাত দিনের ট্রেন্ডিংয়ে দেখা যায়, ইন্টার মিয়ামিকে খোঁজার দিক দিয়ে মেসির আর্জেন্টিনাও প্রথম স্থানে নেই, সবার শীর্ষে আছে বাংলাদেশ। আর্জেন্টিনা আছে তৃতীয় স্থানে, দুইয়ে হাইতি। পরের দুটি স্থানে আছে নেপাল ও হন্ডুরাস।
সবশেষ সাত দিনের ট্রেন্ডিং অনুযায়ী, বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে মেসির ক্লাবকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে চট্টগ্রাম থেকে। এ তালিকায় দ্বিতীয় স্থানে সিলেট বিভাগ। বরিশাল, ঢাকা ও খুলনার অবস্থান যথাক্রমে তিন, চার ও পাঁচে।
প্রসঙ্গত, বিশ্ব জয়ের পর আর্জেন্টিকে নিয়ে তুমুল আগ্রহের মাঝেই দলটির কোচ লিওনেল স্ক্যালোনিসহ খোদ মেসিও বাংলাদেশের সমর্থকদের নিয়ে সরব হন। বাকিটা তো সবার জানা, এখন দুদেশের মধ্যে নতুন এক ভ্রাতৃত্বের বন্ধনই তৈরি হয়েছে।