সিলেটে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হাসান নির্বাচন বয়কটের ঘোষণা দিচ্ছেন।
বরিশালে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ওপর হামলা ও ভোটে কারচুপির অভিযোগ এনে দলীয় নির্দেশনা মেনে সিলেটে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মাহমুদুল হাসান নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১২ জুন) রাত ৮ টায় নগরীর শিবগঞ্জ এলাকায় হাতপাখা মার্কার মেয়র প্রার্থীর প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তিনি নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
এ সময় তিনি নির্বাচন কমিশনকে ব্যর্থ উল্লেখ করে কমিশনের পদত্যাগ দাবি করে বলেন, বরিশাল ও খুলনা সিটিতে ভোটের পরিবেশ বলে দেয় তারা ব্যর্থ। তাই আমরা এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।
আগামীকাল লিখিত ভাবে নির্বাচন বয়কটের ব্যাপারে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে বলেও জানান তিনি।
ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন মহানগরের উপদেষ্টা রেদোয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন মোজাহিদ কমিটির সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদসহ নেতাকর্মীরা।