‘যুক্তরাষ্ট্রের যারা বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন নেই’ মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, তাদের ভিসা নীতি ‘রেজিম চেঞ্জ’ বা ক্ষমতা বদলের কৌশলের অংশ।
বুধবার (১৪ জুন) জাতীয় সংসদে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশকে বাগে আনতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে মন্তব্য করে মেনন বলেন, ‘এটা কেবল দুরভিসন্ধিমূলকই নয়, তাদের ‘রেজিম চেঞ্জে’র কৌশলের অংশ।’
৭১ এর বিজয় ঠেকাতে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল উল্লেখ করে মেনন বলেন,
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ছাড়াও জামায়াতকে একবিন্দু ছাড় না দিতে আহ্বান জানান মেনন। বাজেটের কিছু কিছু দিক নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এই বাজেট বৈষম্য বাড়াবে। মূল্যস্ফীতির সমালোচনা করেন বামপন্থি এই নেতা।