কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। মজিবর রহমান জনির একমাত্র গোলে সাফ টুর্নামেন্ট শুরুর আগে জামাল ভূঁইয়ার দল কম্বোডিয়ার বিপক্ষে জয় পেয়েছে। গত সেপ্টেম্বরেও বাংলাদেশ কম্বোডিয়ার মাঠে তাদেরকে হারিয়েছিল।
জয় পেলেও বাংলাদেশের বিপক্ষে কম্বোডিয়া পুরো ম্যাচই নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে। বল পজেশন ও নিয়ন্ত্রণে তারা এগিয়ে ছিল। গোলে সমতা কিংবা ম্যাচটি জিততেও পারতো স্বাগতিকরা। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকো দুর্দান্ত কয়েকটি সেভ করে প্রতিবারই বাংলাদেশকে উদ্ধার করেছেন।
ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন জনি। ২৫ মিনিটে ডান প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের লম্বা ক্রসে দেওয়া বল তিনি বক্সের ফাঁকা জায়গায় পান। এরপর প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলরক্ষকের পাশ দিয়ে বল ঠেলে দেন জালে। গোললাইন অতিক্রম করার পর অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশের ডাগআউটে বয়ে যায় তুমুল আনন্দ-উল্লাস।
বাংলাদেশে প্রথমার্ধে লিডে থাকলেও স্বাগতিকরা বল পজেশন ও আক্রমণে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলনামূলক কিছুটা গুছিয়ে ওঠে। তবে একইভাবে আক্রমণের ধারা অব্যাহত রাখে কম্বোডিয়া। তবে শেষ পর্যন্ত তারা গোলের দেখা পায়নি। ফলে বাংলাদেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এদিন ম্যাচের প্রথম মিনিটেই কম্বোডিয়া দুটি কর্নার আদায় করেছিল। সেই সময় বেশ কয়েকবার পরিকল্পিত আক্রমণ করেছিল কম্বোডিয়া। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ৩৮ মিনিটে দূরপাল্লার একটি শট দুর্দান্তভাবে সেভ করেন।