আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিরপেক্ষ সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন।
শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করতে প্রায় প্রতিদিনই রাজনৈতিক কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে শুক্রবার শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দিতে মহানগরীর প্রতিটি সাংগঠনিক ইউনিট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।
এরপরই প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচালের পাঁয়তারা করে লাভ নেই, নির্বাচন হবে সংবিধান ও নির্বাচন কমিশনের অধীনেই। আওয়ামী লীগ সংবিধান ও নির্বাচন কমিশনে বিশ্বাস করে। কারো হস্তক্ষেপে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন বন্ধ হবে না।
আরও পড়ুন: গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: কামরুল ইসলাম
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন।
এসময় ফখরুলের কথা তাদের প্রার্থীরা শোনে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে মির্জা ফখরুলদের কথা নেতারা শোনেনি। তারা নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপির লোকেরা তলে তলে নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছে। বিএনপিসহ আরেও অনেক দল নির্বাচনে আসবে।’
তিনি বলেন, যতোই ষড়যন্ত্র করুন নির্বাচন যথাসময়ে হবে। নৌকার পালে উত্তাল বাতাস লাগছে। এ বাতাসে সবাই উড়ে যাবে।