নিহত ফাহরিয়ার আহমেদ ফারুক। ছবি: সংগৃহীত
গাজীপুরে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ জুন) সন্ধ্যায় জয়দেবপুরের দেশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহরিয়ার আহমেদ ফারুক (৩৫) স্থানীয় নুরুল ইসলাম সিকদারের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় শিশুপুত্রকে নিয়ে বাড়ির পাশের মার্কেটে একটি সেলুনে যান ফারুক। পরে বেশ কয়েকজন যুবক তাকে (ফারুক) সেলুন থেকে বের করতে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে ফারুকের হাতে কোপ দিলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে দৌড়ে গিয়ে ঘাতকরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ফারুকের পরিবার জানায়, ফারুক পুলিশের সোর্স হিসেবে দীর্ঘদিন কাজ করছিল। যে কারণে স্থানীয় মাদক ব্যবসায়ীরা তার ওপর ক্ষিপ্ত ছিলেন।
ফারুকের মা রোকেয়া বেগম (৫৫) বলেন, ‘ঈদের আগের দিন আমার বাবাকে আমার কাছ থেকে কাইরা নিল ওরা। আমি এ হত্যার বিচার চাই।’
ফারুকের বাবা নুরুল ইসলাম সিকদার (৭০) বলেন, ‘নির্মম ও নিষ্ঠুরভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’
গাজীপুর সদর মেট্টোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।