হোসে মরিনহো। ছবি: গোল ডট কম
সৌদি আরবের উচ্চাভিলাষী ফুটবল পরিকল্পনায় যে শুধু তারকা খেলোয়াড়রাই আছে বিষয়টি ঠিক এমন নয়। সেরা কোচদেরও মধ্যপ্রাচ্যে টানতে তারা লোভনীয় প্রস্তাব দিচ্ছে। ‘স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহোও আছেন তাদের রাডারে। এমনকি এরই মধ্যে তাকে সৌদি ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে।
ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা কোচ হোসে মরিনহো। ক্লাব পর্যায়ে সম্ভাব্য সকল শিরোপাই জিতেছেন তিনি। দুটি ভিন্ন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রথম কোচ হিসেবে উয়েফার চারটি শিরোপাই ঝুলিতে পুরেছেন তিনি। ইন্টার মিলানের হয়ে আছে ট্রেবল জয়ের স্মৃতি।
বর্ণ্যাঢ্য ক্যারিয়ারের অধিকারী এই পর্তুগিজ এই মুহূর্তে পালন করছেন সিরি আ’র ক্লাব এএস রোমার কোচের দায়িত্ব। গত বছর ক্লাবটিকে জিতিয়েছিলেন কনফারেন্স লিগের শিরোপা। এবার ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল রোমা। তবে ফাইনালে সেভিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে উয়েফার প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফাইনাল হারে তার দল।
ক্রিস্টিয়ানো রোনালদা সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই আলোচনায় মধ্যপ্রাচ্যের দেশটির ফুটবল লিগ। শুধু এশিয়ার ফুটবলেই নয়, রীতিমতো বিশ্বসেরাদের মধ্যে নিজেদের লিগকে দেখতে চায় আরব দেশটি। তাই চোখ কপালে ওঠা দামে বড় বড় তারকাদের লিগে টানছে তারা। এরই মধ্যে করিম বেনজেমা, এনগোলো কান্তে, কালিদু কৌলিবালি, হাকিম জিয়েশরা পাড়ি দিয়েছে সৌদি লিগে। এই তালিকায় নাম ওঠানোর তালিকায় আরও আছেন রবার্তো ফিরমিনোর মতো তারকারাও।
শুধু খেলোয়াড় নয়, তারকা কোচদেরও লিগটিতে নিয়ে যেতে চায় সৌদি আরব। তাই তো হোসে মরিনহোর মতো শীর্ষসারির কোচকে বড় অংকের অর্থের প্রস্তাব দিয়েছিল আল হিলাল। মেসিকে দলে টানার চেষ্টা করে ব্যর্থ হওয়া ক্লাবটি ব্যর্থ হয়েছে মরিনহোকে দলে টানতেও। এমন খবর দিয়েছেন দলবদলের খবরের নির্ভরযোগ্য মাধ্যম ফ্যাব্রিজিও রোমানো।
তিনি জানান, চলতি মাসের শুরুতে মরিনহোকে প্রতি মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি টাকায় ৩৫৩ কোটি ৮০ লাখ টাকার প্রস্তাব দিয়েছিল আল হিলাল, কিন্তু সে প্রস্তাব ‘না’ করে দিয়েছেন ৬০ বছর বয়সী পর্তুগিজ কোচ। আগামী মৌসুমেও এএস রোমার কোচের দায়িত্ব পালন করতে সম্মত হয়েছেন তিনি।
রোমানো জানিয়েছেন, রোমার বর্তমান দল বিষয়ক পরিকল্পনায় সন্তুষ্ট এই পর্তুগিজ কোচ। তাই সামনের দিনে রোমার হয়েই আরও অনেক শিরোপা জিততে চান।