রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে সাধারণ মানুষ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বেশ কিছুদিন ধরেই লাগামহীন দেশের কাঁচা মরিচের বাজার। আওয়ামী লীগের দুঃশাসনের ফলে মরিচের দাম ৭০০ টাকায় ঠেকেছে। চাল, চিনিসহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ।’
তিনি আরও বলেন, ঈদকে ঘিরে সিন্ডিকেটের দৌরাত্ম্যে কাঁচা মরিচের দাম ৭০০ টাকা হয়েছে। আওয়ামী লীগ সরকারই এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে।
সরকারের বাজেট বাড়লেও সাধারণ মানুষের কোনো কাজে আসেনি উল্লেখ করে রিজভী বলেন, দেশে খাদ্যের দাম লাগামহীন। নিত্যপণ্যের দামের কারণে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল।
রিজভী অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের আনন্দ উৎসব কেড়ে নিয়েছে শেখ হাসিনা। ঈদের আগেও দেশজুড়ে ধরপাকড় চলেছে, এখনও চলছে। আওয়ামী লীগের রক্তে এক দলীয় শাসন। তারা জনগণকে কৃতদাস মনে করে। তাদের জনগণের ভোটের দরকার হয় না