ছেলের সঙ্গে ঈদের ছুটিতে ক্রিকেট খেলেছেন তাসকিন। ছবি: সংগৃহীত
দেশজুড়ে চলছে ঈদের আমেজ। ঈদুল আuহা উপলক্ষে কয়েকদিনের জন্য অনুশীলন থেকে রেহাই পেয়েছেন ক্রিকেটাররাও। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে বেশ ঘরোয়া সময় কাটিয়েছেন তারা।
পরিবারের সঙ্গে নিজ এলাকায় ঈদ উদযাপন করতে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন সাকিব আল হাসান। দলের অন্যান্য ক্রিকেটাররাও বিশেষ উপলক্ষে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তালিকায় আছেন তাসকিন আহমেদও। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে ক্রিকেট খেলার একটি ভিডিও আপলোড করেছেন তারকা এই পেসার।
এবারের ঈদুল আজহার কয়েকটা দিনই বৃষ্টির দাপট ছিল বেশ। তবে বৃষ্টির কারণে আর ঘরে বসে থাকেননি তাসকিন। ছেলেকে নিয়েই নামেন ব্যাট বলের লড়াইয়ে। শুক্রবার (৩০ জুন) বাবা-ছেলের এই ক্রিকেট ম্যাচের ভিডিও নিজেই আপলোড করেছেন তাসকিন।
ভিডিওতে দেখা যায়, বৃষ্টিতে ভিজে পরিবারের সদস্যদের সঙ্গে ছাদে ক্রিকেট খেলছেন তাসকিন। তাসকিনের সঙ্গে সেই ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন তার ছেলে তাশফিন আহমেদ রিহানও। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, ছেলের বলেই বোল্ড হন তারকা এই পেসার।
জাতীয় দলের হয়ে সময়টা দারুণ কাটছে তাসকিনের। সাদা বলের ক্রিকেটে গত কয়েকটা সিরিজ দুর্দান্ত কাটানোর পর সর্বশেষ টেস্ট ম্যাচেও আফগানদের বিপক্ষে আগুনঝড়া বোলিং করেছেন। ঈদের ছুটি শেষ করে শনিবার (১ জুলাই) দলের সঙ্গে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তার।
রশিদ-মুজিববিহীন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে সহজেই জয় পেলেও সাদা বলের ক্রিকেটে লড়াইটা সহজ হবে না। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে চলতি মাসের ৫ তারিখ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর আফগানদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগাররা।