ছবি: প্রতীকী
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন। এ সময় নতুন করে ২৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে এক হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।
শুক্রবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১৭৮ জন ঢাকার এবং বাকি ৯২ জন ঢাকার বাইরের।
অধিদফতর থেকে আরও জানানো হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৯৪৪ জন, আর বাকি ৪৬১ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮ হাজার ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ২৫৭ জন। আর ঢাকার বাইরে এক হাজার ৯৯১ জন। এ সময় সারা দেশে মোটা ৫০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৭৯৩ জন। এরমধ্যে ঢাকায় ৫ হাজার ২৭৩ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৫২০ জন।
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।
এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।