ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরবানির হাট থেকে ছুটে পালানো বেপরোয়া মহিষকে থামাতে পুলিশের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত (২৪) নামে এক যুবকের শরীরে লেগেছে।
শুক্রবার (৩০ জুন) আড়াইহাজারের দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে। শান্ত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুলিশের দাবি, তার অবস্থা ‘শঙ্কামুক্ত’।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মহিষটি বিক্রির জন্য কোরবানির হাটে তোলা হয়েছিল। ঈদের আগের রাতে হাট থেকে ছুটে পালায় মহিষটি। এ সময় দুইজনকে আহত করে মহিষটি৷ ঈদের দ্বিতীয় দিনেও মহিষটিকে ধরা যায়নি। শুক্রবার সকালে মহিষটি ওই এলাকায় বেপরোয়াভাবে ছোটাছুটি করছিল। এ সময় কয়েকজনকে আঘাত করে মহিষটি। এ ঘটনায় ওই এলাকায় যায় আড়াইহাজার থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কোরবানির হাটে তোলা মহিষটি ছুটে গিয়ে কয়েকজনকে আঘাত করেছে। পুলিশ স্থানীয় লোকজনের জানমালের রক্ষায় মহিষটিকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক যুবকের পেটের অংশে লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও যোগ করেন, ওই যুবক পুরোপুরি সুস্থ আছেন, আশঙ্কার কোনো বিষয় নেই।