হজরত শাহজালাল (রাঃ) বিমানবন্দরে আফগানিস্তান ক্রিকেট দল। ছবি: ফেসবুক
বাংলাদেশের বিপক্ষে গত মাসে একটি টেস্ট খেলতে ঢাকায় এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই টেস্টে টাইগারদের বিপক্ষে নাস্তানাবুদ হয়ে ফিরে গিয়েছিল তারা। এবার সিরিজের বাকি অংশ খেলতে ফের ঢাকায় পা রেখেছেন আফগানরা। এ দফায় তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা।
শনিবার (১ জুলাই) সন্ধ্যায় রশিদ খানের নেতৃত্বে সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। অন্যদিকে একই দিনে সকালে সিরিজের ভেন্যু চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। চোটের কারণে টেস্টে অনুপস্থিত সাকিব আল হাসানও দলের সঙ্গে চট্টগ্রামে গিয়েছেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৫ জুলাই মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। এরপর বাকি দুই ওয়ানডে শেষে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে দুই দলই। সেখানেই হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলা। টেস্ট ম্যাচের দলে রশিদ খান-মুজিব উর রহমানের মতো তারকারা অনুপস্থিত থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করেছে আফগানদের।
এর আগে প্রথম দফায় একমাত্র টেস্টে বাংলাদেশ রেকর্ড গড়া জয় পেয়েছিল আফগানদের বিপক্ষে। টেস্টের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ একতরফা হবে না বলে আশাবাদী আফগানরা।